মাহিমা চৌধুরী (ছবি: সংগৃহীত)
সুভাষ ঘাই পরিচালিত ‘পরদেশ’ ছবির মধ্য দিয়ে ১৯৯৭ সালে বলিউডে পা রেখেছিলেন মাহিমা চৌধুরী। এর সুবাদে সেরা অভিনেত্রী হিসেবে জিতে নেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। সহশিল্পী হিসেবে পেয়েছিলেন শাহরুখ খানকে।
বলিউডের এই অভিনেত্রীর জনপ্রিয় ছবিগুলোর তালিকায় রয়েছে, ‘দিল কেয়া কারে’, ‘ধাড়কান’ ও ‘ভগবান’। কিন্তু বিগত কয়েক বছর বক্স অফিসে খুব একটা ভালো ব্যবসা করতে পারছিলো না তার অভিনীত ছবিগুলো।
এ কারণে কিছুদিন ধরেই রূপালি পর্দার আঁড়ালে রয়েছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে ‘ডার্ক চকলেট’ ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে।
১৩ সেপ্টেম্বর ছিলো মাহিমার ৪৪তম জন্মদিন। এ উপলক্ষে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টে হাজির হন তিনি। কিন্তু এ কী হাল মাহিরার! আগের তুলনায় বেশ মুটিয়ে গেছেন ‘পরদেশ’খ্যাত এই তারকা। প্রশ্ন উঠেছে, তাহলে কি অভিনয়কে চিরতরে বিদায় জানিয়েছেন তিনি?
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এসও
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।