ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা যায়, শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে আগুন লাগে মুম্বাইয়ের আরকে স্টুডিওতে। তবে কী কারণে আগুন লেগেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
এরই মধ্যে ছয়টি ফায়ার সার্ভিস দল ও পাঁচটি পানির ট্যাঙ্কার পৌঁছেছে ঘটনাস্থলে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের বেশ কয়েকটি স্থিরচিত্র।
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় স্টুডিওটি। এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রয়াত বলিউড অভিনেতা রাজ কাপুর। তিনি মারা যাওয়ার পর বর্তমানে এর দায়িত্বে রয়েছেন তার ছেলে অভিনেতা ঋষি কাপুর।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৭
বিএসকে/এসও