জানা যায়, বিভিন্ন ইস্যুতে লতার ছবি ও সইসহ একটি কাগজ সবাইকে দেখিয়ে বেড়াতেন রেবতী। সবাইকে বলতেন তার এই উদ্যোগের সঙ্গে পাশে রয়েছেন লতা মঙ্গেশকরও।
এদিকে লতাজি জানেনও না এরকম কোনও ক্যাম্পেইনের কথা। কিন্তু একটু ভুল করে ফেলেছিলেন রেবতী। সে এমন একজনের কাছে পৌঁছালেন, যিনি সত্যি সত্যিই মঙ্গেশকর পরিবারের কাছের মানুষ। তিনিই এসে পুরো ব্যাপারটা জানান সংগীতশিল্পীকে।
এরপরই রেবতী খারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লতা মঙ্গেশকর। ৪২০, ৪৬৫, ৪৬৮ ও ৪৭১ ধারায় জালিয়াতি ও প্রতারণার মামলা করা হয়েছে ওই নারীর বিরুদ্ধে। তবে এখনও পর্যন্ত তাকে আটক করতে পারেনি পুলিশ।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৭
বিএসকে/এসও