শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমান, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, সদর উপজেলা সাধারণ সম্পাদক জি.এম খান পাঠান বিমল, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান রতনসহ হাজারো মুসল্লি।
পরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা প্রিয় মানুষটিকে শেষবারের মতো ফুলেল শ্রদ্ধা জানান।
নামাজে জানাজার আগে বারী সিদ্দিকীর ছেলে সাব্বির সিদ্দিকী সবার কাছে তার বাবার আত্মার শান্তি কামনা করেন। সন্ধ্যা ৬টায় শিল্পীর নিজ হাতে গড়া কার্লি গ্রামের বাউল বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
** নেত্রকোনায় বারী সিদ্দিকীর মরদেহ
** আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না
** বিকেলে বাউল বাড়িতে বারী সিদ্দিকীর দাফন
** বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
** ঢাবি প্রাঙ্গণে বারী সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ