ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শুরু হতে যাচ্ছে ‘কুইন অব সাউথ এশিয়া-২০১৮’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:২৪, নভেম্বর ২৬, ২০১৭
শুরু হতে যাচ্ছে ‘কুইন অব সাউথ এশিয়া-২০১৮’ ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার ৫ দেশ বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও পাকিস্তান নিয়ে শুরু হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগীতা ‘কুইন অব সাউথ এশিয়া-২০১৮’।

শনিবার (২৫ নভেম্বর) ঢাকার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমনটাই ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান এবং ‘কুইন অব সাউথ এশিয়া’র প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা ড. মাহফুজুর রহমান।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জয়েন্ট কনভেনর আর সি কৈরালা (নেপাল), জয়েন্ট কনভেনর দ্বিপান্নিতা দাস (ভারত), জয়েন্ট কনভেনর রেক্স ফারনান্দো (শ্রীলঙ্কা) এবং এক্সিকিউটিভ মেম্বার ইসরাত ফাতিমা (পাকিস্তান)।

আগামী ডিসেম্বর থেকে শুরু হবে ‘কুইন অব সাউথ এশিয়া’র প্রাথমিক বাছাইপর্ব। প্রতিটি দেশের কান্ট্রি ফাইনালে নির্বাচিত প্রথম ৮ প্রতিযোগী সুযোগ পাবেন নেপালে অনুষ্ঠিত গ্রান্ড ফিনালেতে অংশগ্রহনের।

১২ মার্চ ২০১৮ নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৫ দেশের সর্বমোট ৪০ জন প্রতিযোগী থেকে নির্বাচিত হবে ‘কুইন অব সাউথ এশিয়া’।

এই প্রতিযোগীতায় অংশগ্রহণের ৪টি শর্ত:
** প্রতিযোগীকে অবশ্যই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান অথবা শ্রীলঙ্কার নাগরিক হতে হবে।
** বয়স হতে হবে ১৬ থেকে ২৮ বছরের মধ্যে।
** উচ্চতা সর্বনিম্ন ৫’-২”।
** শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি বা ও-লেভেল হতে হবে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।