সোমবার (২৬ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। দীর্ঘদিন ফুসফুসজনিত সমস্যা ও হৃদরোগে ভুগছিলেন ঝুনু।
ওই হাসপাতাল থেকে ঝুনুর মরদেহ নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার কয়েরটুলি এলাকায় বাসভবনে। সেখানে জোহরের নামাজের পর তার প্রথম জানাজা ও দুপুর ২টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং বিকেল ৩টায় শিল্পকলা একাডেমিতে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সোমবার (২৭ নভেম্বর) ময়মনসিংহের ভালুকায় বাদ জোহর নৃত্যুগুরু ঝুনুর দাফন সম্পন্ন করা হবে।
এদিকে রাহিজা খানম ঝুনুর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
এএটি