ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

শিরোনামহীনের নতুন তিন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৫, নভেম্বর ২৬, ২০১৭
শিরোনামহীনের নতুন তিন মিউজিক ভিডিও শিরোনামহীন ব্যান্ড

সংগীতশিল্পী তানযীর তুহিন বেরিয়ে গেছেন, তবে থেমে নেই শিরোনামহীন ব্যান্ডের পথচলা। সামনে আসবে নতুন লাইনআপে তাদের নতুন তিনটি মিউজিক ভিডিও। এরই মধ্যে এগুলোর শুটিং হয়ে গেছে।

শিরোনামহীনের নতুন গান তিনটির শিরোনাম— ‘বোহেমিয়ান’. ‘যাদুকর’ ও ‘বারুদসমুদ্র’। মিউজিক ভিডিওগুলো নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক আশরাফ শিশির।

ঢাকার অদূরে কয়েকটি জায়গায় পৃথক পৃথক থিমে সেট সাজিয়ে শুটিং করেছেন তারা।

একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তরুণ অভিনেতা অরণ্য রানা। বর্তমানে ভিডিও তিনটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাস থেকেই একে একে মিউজিক ভিডিওগুলো প্রকাশিত হবে বলে জানান নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।