ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

১৩ বছর ধরে নির্মাণ হয়েছে ‘ভাবনগর’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, নভেম্বর ২৬, ২০১৭
১৩ বছর ধরে নির্মাণ হয়েছে ‘ভাবনগর’ প্রামাণ্যচিত্রর একটি দৃশ্য (ছবি: সংগৃহীত)

ঢাকা: ফকির লালন শাহ’র মতাদর্শ, সাধুসঙ্গ ও বাউলদের জীবন নিয়ে নির্মাণ হয়েছে প্রামাণ্যচিত্র ‘ভাবনগর’। দীর্ঘ ১৩ বছর ধরে প্রমাণ্যচিত্রটি নির্মাণ করেছেন মঞ্জুরুল হক।

এতো দীর্ঘসময় নিয়ে নির্মাণের কারণ জানতে প্রশ্ন করা নির্মাতাকে। বাংলানিউজকে তিনি বলেন, লালনের মতাদর্শ ও সাধুসঙ্গ সময়ের পরিবর্তনে বিকৃত হচ্ছে।

সঠিক তথ্য সংগ্রহ করতে ও লালন সাঁইকে পরিপূর্ণভাবে তুলে ধরতে প্রামাণ্যচিত্রটি নির্মাণে এতো সময় লেগেছে।  

ভাবনগরে কী দেখতে পাবে দর্শক? নির্মাতার উত্তর, সাধু-ফকিররাও নির্মাণ প্রক্রিয়ার অংশ হয়ে উঠেছিলেন। তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের তত্ত্ব, সাধনা ও সমাজ ভাবনা নিয়ে কথা বলেছেন। প্রত্যেক প্রহরে পরিবেশিত সংগীত তাৎক্ষণিকভাবে রেকর্ড করা হয়েছে। সাধু-ফকিরদের সেইসব আলাপ ও সংগীত নিয়ে ‘ভাবনগর’ তৈরি।

‘ছবিঘর’র ব্যানারে নির্মিত প্রামাণ্যচিত্রটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা এবং সংগীত পরিচালনাও করেছেন মঞ্জুরুল হক।

শনিবার (২৫ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। সেখানে অন্যদের মধ্যে ছিলেন নির্বাহী প্রযোজক আয়েশা হক, সহযোগী প্রযোজক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এবং প্রামাণ্যচিত্রটির অন্যান্য কলাকুশলীরা।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।