শুধু অভিনয় নয়, পাশাপাশি নারীদের শিক্ষা-উন্নয়ন, অসুস্থ শিশুদের জন্য তহবিল সংগ্রহ এবং পশু সংরক্ষণকারী সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিম্যাল-এর (পেটা) শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করেন বলিউডের এই অভিনেত্রী।
সম্প্রতি পেটার হয়ে একটি ফটোশ্যুটে অংশ নিয়েছেন সানি লিওন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
এই দম্পতির এমন ফটোশ্যুটের উদ্দেশ ‘অ্যানিম্যাল ফ্রি ফ্যাশন’। এ প্রসঙ্গে সানি জানান, ‘এই পৃথিবীতে প্রাণী ব্যবহার না করেও বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা সম্ভব। কোনও মানুষেরই কোনও ধরনের নৃশংসতাকে সমর্থন করা উচিত নয়। এজন্য সিনথেটিক, মক ক্রক, ফক্স ফার ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। ’
ড্যানিয়েল বলেন, ‘পশুদের জন্য আমাদের সরব হওয়া উচিত। আমাদের বোঝা দরকার, ওরা না থাকলে আমরাও থাকবো না। একইসঙ্গে থাকতে গেলে একে-অপরকে সম্মান করতেই হবে। ’
বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
বিএসকে