ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

বিনোদন

অপূর্বর ‘জীবন’ বদলে দিলেন তিশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, মে ১৯, ২০১৮
অপূর্বর ‘জীবন’ বদলে দিলেন তিশা ‘জীবন’ নাটকের ‍দৃশ্য

একজন ধার্মিক ও গোছানো মেয়ে তিশা। ইবাদত, পড়াশোনা ও ক্যারিয়ার গড়ার চেষ্টায় তার সময় কাটে। কিন্তু অপূর্ব তার পুরো উল্টো। তিনি একেবারে অগোছালো ও ক্যারিয়ার নিয়ে উদাসীন। হঠাৎ একদিন রাস্তায় তিশাকে দেখে তার প্রচণ্ড ভালো লেগে যায়। সে ভালো লাগার কথা বলেও ফেলেন তাকে। বিষয়টি এক পর্যায় পারিবারিকভাবে এগোতে থাকে।

কিন্তু তিশা বিয়ের আগে অপূর্বকে কিছু কথা বলেন। আর সেই কথাগুলো শুনে অপূর্বের মধ্যে উপলব্ধি হয়।

নিজেকে পাল্টে ফেলেন সে। তিশার কথায় বদলে যায় তার জীবন।

এমনি গল্পে মাবরুর রশিদ বান্নাহ নির্মাণ করেছেন নাটক ‘জীবন’। পবিত্র মাহে রমজান উপলক্ষে এটি প্রকাশ পেয়েছে ইউটিউবে। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিন তিশা।

নাটকটি নিয়ে বান্নাহ বাংলানিউজকে বলেন, ‘রমজান মাসের কথা মাথায় রেখে কাজটি করেছি। এই নাটকে দর্শকদের সুস্থ্য বিনোদন দেওয়ার মধ্য দিয়ে কিছু ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। দর্শকের ভালো সাড়া পাচ্ছি। ’

এতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার, আমিন ও রকি খান।

** ‘জীবন’ নাটকের ভিডিও

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, মে ১৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।