ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সুন্দরী প্রতিযোগিতা নিয়ে নাটক ‘মিস আমলাপাড়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ৪, ২০১৮
সুন্দরী প্রতিযোগিতা নিয়ে নাটক ‘মিস আমলাপাড়া’ ‘মিস আমলাপাড়া ২০১৮’ নাটকের একটি দৃশ্যে জাহিদ হাসান ও শখ

আমলাপাড়া একটি মফস্বল শহর। সেখানকার ক’জন যুবক মিলে আয়োজন করে এক সুন্দরী প্রতিযোগিতার। তাদের উদ্দেশ্য প্রেমিকাদের কাছে পাওয়া। কিন্তু এই আয়োজনকে পড়তে হয় বিভিন্ন বাধার মুখে। সব বাধা ঠেলেই শুরু হয় সুন্দরী প্রতিযোগিতা। শেষ তক কী হয়?

এর উত্তর জানতে দেখতে হবে ধারাবাহিক নাটক ‘মিস আমলাপাড়া ২০১৮’। ঈদুল ফিতর উপলক্ষে ৭ পর্বের এ নাটকটি জাকির হোসেন উজ্জ্বলের রচনায় পরিচালনা করেছেন মিলন ভট্টাচার্য।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান ও শখ। আরও অভিনয় করেছেন কচি খন্দকার, মিলন ভট্টাচার্য, জামিল প্রমুখ।

ঈদের দিন থেকে শুরু করে টানা সাত দিন রাত ১১টা ১০ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচারিত হবে ‘মিস আমলাপাড়া ২০১৮’।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।