সিনেমাটির শুটিং ২০১৫ সালে শুরু হয়ে শেষ হয় চলতি বছরের শুরুতে। সম্প্রতি চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা আনিসুর রহমান মিলন অভিনীত সিনেমাটি জমা পড়ে সেন্সর বোর্ডে।
এদিন পরিচালক হাবিবুর রহমান হাবিব বাংলানিউজকে বলেন, নানা কারণে ‘রাত্রির যাত্রী’ শেষ করতে বেগ পেতে হয়েছে। তাই এতো সময় লেগেছে। তবে সব শঙ্কা কাটিয়ে আমরা সিনেমাটি শেষ করতে পেরেছি এটাই খুশির বিষয়। আজ সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেলাম।
সিনেমাটি মুক্তি প্রসঙ্গে হাবিব বলেন, আমাদের টার্গেট হচ্ছে আসন্ন কোরবানি ঈদে মুক্তি দেব। সে অনুযায়ী এখন প্রস্তুতি নেব। ‘রাত্রির যাত্রী’ গল্পে দেখা যাবে, এক রাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে বিশেষ একজনের টানে ছুটে আসেন এক নারী। কিন্তু তার অপেক্ষা আর শেষ হয় না। ক্রমেই নানা জটিলতার মধ্যে পড়ে যান তিনি।
সিনেমাটিতে আরও অভিনয় করছেন এটিএম শামসুজ্জামান, রেবেকা, মারজুক রাসেল, সালাহউদ্দিন লাভলু, শহীদুল আলম সাচ্চু, অরুণা বিশ্বাস, সোনিয়া হোসেন, শিমুল খানসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
জেআইএম/আরআর