শাহরুখ খান ও সালমান খানের ক্ষেত্রেও একই ঘটনা। তাদেরও যথাক্রমে ৩ লাখ ৬২ হাজার ১৪১ ও ৩ লাখ ৪০ হাজার ৮৮৪ ফলোয়ার কমে গেছে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, টুইটার কর্তৃপক্ষ শুদ্ধিকরণের উদ্দেশে দীর্ঘদিন বন্ধ থাকা ও ফেক অ্যাকাউন্টগুলো ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত এজন্য অনেক তারকা ও বিখ্যাত ব্যক্তিদের ফলোয়ার সংখ্যায় ভাটা দেখা দিয়েছে।
জানা যায়, আমির খান ৩ লাখ ১৬ হাজারের বেশি, প্রিয়াঙ্কা চোপড়া ৩ লাখ ৫৪ হাজার ৮৩০ ও দীপিকা পাডুকোন ২ লাখ ৮৮ হাজার ২৯৮ ফলোয়ার হারিয়েছেন।
দিব্যা দত্ত একরাতের মধ্যে হারিয়েছেন ১ হাজার ফলোয়ার। টুইটার এমন পদক্ষেপ নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেছেন, ‘টুইটারের এ কী হলো? ঘণ্টার মধ্যে আমার হাজার ফলোয়ার নেই!’
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
বিএসকে