ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ডিরেক্টরস গিল্ডের সভাপতি লাভলু ও সাধারণ সম্পাদক অলিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, সেপ্টেম্বর ২৯, ২০১৮
ডিরেক্টরস গিল্ডের সভাপতি লাভলু ও সাধারণ সম্পাদক অলিক সালাউদ্দিন লাভলু ও এস এ হক অলিক

নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগঠনটির দ্বিবার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ হয়। একদিন পর শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

সভাপতি পদে ২৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন লাভলু। সহ-সভাপতি পদে কচি খন্দকার ২৬৯ ভোট, শহীদ রায়হান ২৩৬ ভোট ও বদরুল আনাম সৌদ ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ীরাসাধারণ সম্পাদক পদে এস হক অলিক ২০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হৃদি হক ৩১৩ ভোট ও ফরিদুল হাসান ২০১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

সাংগঠনিক সম্পাদক পদে তুহিন হোসেন ২৪৯ ভোট, অর্থ সম্পাদক পদে সাজ্জাদ সনি ২৪৬ ভোট ও প্রচার সম্পাদক পদে পিকলু চৌধুরী ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্য নির্বাহী পরিষদ সদস্য হিসেবে গাজী রাকায়েত ৩১৮ ভোট, রাশেদা আক্তার লাজুক ২৮২ ভোট, শিহাব শাহীন ২৬১ ভোট, প্রীতি দত্ত ২৪৫ ভোট, ফেরারী অমিত ২০৮ ভোট, মারফ মিঠু ১৮৩ ভোট, শেখ রুনা ১৮২ ভোট, শহীদ উন নবী ১৭৬ ভোট, সাজ্জাদ সুমন ১৭৫ ভোট ও মাহমুদ দিদার ১৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন আমজাদ হোসেন। কমিশনার হিসেবে আছেন মামুনুর রশীদ ও কাওসার চৌধুরী। আপিল বিভাগের চেয়ারম্যান হিসেবে আছেন সৈয়দ হাসান ইমাম।

এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৫২ জন। আর ভোটার ছিলেন ৪৯০ জন। এরমধ্যে ভোট দিয়েছেন ৪৫৬ জন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।