ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

শখ-নিশোর ‘মন ভালো নেই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০১, অক্টোবর ৬, ২০১৮
শখ-নিশোর ‘মন ভালো নেই’ নিশো ও শখ

দীর্ঘদিন পর নতুন গান নিয়ে ফিরলেন তরুণ কণ্ঠশিল্পী নাঈম তালুকদার। ‘মন ভালো নেই’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন শিল্পী নিজেই।

সঙ্গীতায়োজন করেছেন এসডি সাগর ও অনুপ সরকার। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়া থেকে দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হয়েছে গানটি।

গানের দৃশ্যায়নে দেখা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ আফরান নিশো ও আনিকা কবীর শখ। এই জুটির অভিনীত একটি নাটকের গান ‘মন ভালো নেই’।

নাঈম বলেন, নানা কারণে গান থেকে একটু দূরে ছিলাম। আসছে আরেকটি নতুন গান ‘কই গেলা’। এর বাইরেও একাধিক গান তৈরি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।