ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

‘তান্ত্রিক’ হচ্ছে অভিষেক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৪, অক্টোবর ৬, ২০১৮
‘তান্ত্রিক’ হচ্ছে অভিষেক! অভিষেক বচ্চন

ভৌতিক সিনেমা নির্মাণ করে বেশ আলোচিত নির্মাতা পাওয়ান ক্রিপালানি। সম্প্রতি হরর-কমেডি ধাঁচের নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন ‘রাগিণী এমএমএস’খ্যাত এই পরিচালক। আর এতে অভিনয় করবেন অভিষেক বচ্চন।

সিনেমাটি সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, সিনেমাটির নাম ‘তান্ত্রিক’। আগামী বছর মুম্বাইতে সিনেমাটির শুটিং শুরু হবে।

এরই মধ্যে পাওয়ান সিনেমাটির শুটিংয়ের জন্য লোকেশন ঠিক করেছেন। এখন অভিষেকের বিপরীতে নায়িকা খুঁজছেন তিনি।

এদিকে অভিষেক সারবেশ মেওয়ারা’স ‘গুলাব জামুন’ সিনেমা অভিনয় কাজ করতে যাচ্ছেন। এতে তার বিপরীতে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মানি রত্নাম’ সিনেমার পর এতে আট বছর পর স্ত্রী ঐশ্বরিয়ার সঙ্গে অভিনয় করছেন অভিষেক।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।