ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

কাজী নজরুল ইসলামের গল্পে ‘সবুজ চিরকুট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০২, ডিসেম্বর ৪, ২০১৮
কাজী নজরুল ইসলামের গল্পে ‘সবুজ চিরকুট’ মেহজাবিন চৌধুরী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  গল্প ‘অগ্নিগিরি’ অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘সবুজ চিরকুট’। নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল।

এতে জুটি বেঁধে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

‘সবুজ চিরকুট’র গল্পে দেখা যাবে, মফস্বলের ছেলে হাসান কলেজে পড়াশোনা করার জন্য আত্মীয় রহমানের বাসায় থাকেন।

রহমানের স্ত্রী ও মেয়ে রিমঝিম বাড়ি মাতিয়ে রাখলেও হাসান এসব থেকে দূরে থাকেন। তার ইচ্ছা ভালোভাবে লেখাপড়া করে বৃত্তি নিয়ে উচ্চশিক্ষিত হওয়া। ‘সবুজ চিরকুট’ নাটকের একটি দৃশ্যে জোভানসস্তা ফ্রেমের চশমা আর সাদামাটা পোশাকের পরার কারণে মহল্লার ছেলেরা তাকে নিয়ে মজা করে। এতে রিমঝিম রেগে যায়। এসব ব্যাপারে হাসানকে বললেও সে কোনও প্রতিক্রিয়া দেখায় না। এতে রিমঝিম আরও রাগান্বিত হয়ে যায়।

একদিন হাসানের রুমে এসে তাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু প্রথমে নীরব থাকেন হাসান, তারপর রিমঝিমকে একটা চিরকুট দেয় তিনি। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।

বুধবার (৫ ডিসেম্বর) রাত ৮ টায় আরটিভিতে ‘সবুজ চিরকুট’ প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।