ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

দশ বছর পর অমিতাভের সঙ্গে শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৩, ডিসেম্বর ৫, ২০১৮
দশ বছর পর অমিতাভের সঙ্গে শাহরুখ অমিতাভ বচ্চন ও শাহরুখ খান

২০০৮ সালে ‘ভূতনাথ’ সিনেমার মধ্য দিয়ে একসঙ্গে পর্দা ভাগ করেছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও শাহরুখ খান। এরপর তাদের আর কোনও সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।

১০ বছর পর পর আবারও একই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন অমিতাভ-শাহরুখ। সুজয় ঘোষ পরিচালিত ‘বাদলা’ সিনেমায় তারা দু’জন এক হচ্ছেন।

এতে আরও অভিনয় করবেন অভিনেত্রী তাপসী পান্নু।

শুরুতে সিনেমাটিতে অতিথি চরিত্রে শাহরুখ খানের অভিনয় করার কথা থাকেলও পরবর্তীতে নির্মাতা তার চরিত্রের পরিধি বাড়িয়েছেন। জানা যায়, এতে তাপসী পান্নুর স্বামীর চরিত্রে বলিউড ‘বাদশা’কে দেখা যাবে।
 
‘বাদলা’ স্প্যানিশ থ্রিলার সিনেমা ‘কন্ট্রাটিয়েম্পো’ থেকে রিমেক করা হচ্ছে। এতে অমিতাভ বচ্চন আইনজীবীর চরিত্রে অভিনয় করবেন। এটি প্রযোজনা করছেন শাহরুখ খান নিজেই।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।