ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

বিনোদন

রাজনীতি নিয়ে সিনেমা নির্মাণ করছেন মুরালি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৯
রাজনীতি নিয়ে সিনেমা নির্মাণ করছেন মুরালি পোষানি কৃষ্ণ মুরালি

অভিনয়ের পাশাপাশি প্রায় দেড়শ’ সিনেমার গল্প লিখেছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেতা পোষানি কৃষ্ণ মুরালি। দীর্ঘ ক্যারিয়ারে তিনি নির্মাণ করেছেন বেশকিছু সিনেমায়।

তবে অনেকদিন ধরে সিনেমা পরিচালনা থেকে দূরে ছিলেন এই তারকা। এবার বিরতি ভেঙে আবারো পরিচালনায় আসছেন মুরালি।

নতুন সিনেমার গল্পের বিষয় হিসেবে তিনি বেছে নিয়েছেন রাজনীতি।

সূত্র বলছে, দীর্ঘদিন পর পোষানি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। তিনি নতুন সিনেমার বিষয় ঠিক করেছেন রাজনীতি। বর্তমানে গল্পের কাজ প্রায় শেষের দিকে। এতে আন্ধ্রা প্রদেশ ও তেলেঙ্গানার বেশকিছু আলোচিত রাজনৈতিক ঘটনা উঠে আসবে।

পোষানি চাইছেন চলতি বছরেই সিনেমাটি মুক্তি দিতে। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।