ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

নগরবাউলসহ খোলা কনসার্টে গাইবে আট ব্যান্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, ডিসেম্বর ১৫, ২০১৯
নগরবাউলসহ খোলা কনসার্টে গাইবে আট ব্যান্ড জেমস

দুই বছর পর ফের শুরু হচ্ছে ‘বিগ রক ডে’ নামের খোলা কনসার্ট। ‘ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড’র আয়োজনে এবারের কনসার্ট মাতাবে নগরবাউল ও জেমস’সহ দেশের আট ব্যান্ডদল।

আগামী ২১ ডিসেম্বর ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে বসছে এবারের ‘বিগ রক ডে ভি.২’।

এবারের আয়োজনে নগরবাউল ছাড়া অন্য সাতটি ব্যান্ড হচ্ছে- ভাইকিংস, নেমেসিস, আরবোভাইরাস, পাওয়ার সার্জ, অ্যাভয়েড রাফা, ট্রেইনরেক ও কনক্লুশন।

এই আয়োজনের আয়োজক প্রতিষ্ঠান ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড কনসার্টের টিকিট মূল্য রেখেছে ২০০টাকা।

টিকিট পাওয়া যাবে তাবাক কফি (গুলশান ১ এবং যমুনা ফিউচার পার্ক), মাদচেফ (উত্তরা, বনাই, মিরপুর, এবং ধানমন্ডি), ডোসা এক্সপ্রেস (বাইলি রোড)।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।