ঢাকা, সোমবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

প্রথম বিয়ে গোপন রেখে শাবনূরের সঙ্গে ঘর বাঁধেন অনিক!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, মার্চ ৪, ২০২০
প্রথম বিয়ে গোপন রেখে শাবনূরের সঙ্গে ঘর বাঁধেন অনিক!

২০০৯ সালে ‘বধূ তুমি কার’ সিনেমায় চিত্রনায়িকা শাবনূর ও তার স্বামী অনিক মাহমুদ হৃদয় একসঙ্গে অভিনয় করেন। সিনেমাটি করতে গিয়ে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এরপর তারা ২০১২ সালে বিয়ে করেন। প্রথম বিয়ের কথা গোপন রেখে শাবনূরকে বিয়ে করেছেন অনিক, ঘনিষ্ঠজনদের এমনটি জানিয়েছেন এই অভিনেত্রী।

শাবনূরের ঘনিষ্ঠ একটি সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

সূত্র জানায়, অনিক প্রতারণা করে শাবনূরকে বিয়ে করেছেন।

শাবনূরকে বিয়ে করার সময় অনিক প্রথম বিয়ের কথা গোপন রাখেন। সে সূত্র ধরে তাদের সম্পর্কে ফাটল ধরে। এরপর তাদের ঘরে সন্তান জন্ম নেওয়ার পর শাবনূরের সঙ্গে অনিকের সম্পর্কের অবনতি ঘটতে থাকে এবং তারা আলাদা থাকতে শুরু করেন।

সূত্র আরও জানায়, বেশ কয়েক মাস আগে শাবনূরকে না জানিয়ে অনিক আরেকটি বিয়ে করেছেন। যা সহ্য করতে না পেরেই শাবনূর ডিভোর্সের পথ বেছে নেন।

২০১২ সালের ২৮ ডিসেম্বর অনিকের সঙ্গে ঘর বাঁধেন ঢালিউডের নন্দিত অভিনেত্রী শাবনূর। সম্প্রতি তিনি স্বামীকে ডিভোর্স দিয়েছেন, যে তথ্য বুধবার (০৪ মার্চ) প্রকাশ্যে আসে।  

ডিভোর্সের নোটিশে শাবনূর জানান, স্বামী অনিক মাদকাসক্ত। রাত-বিরাতে মাতাল হয়ে বাসায় ফিরেন। তাকে নানারকম নির্যাতন করেন। স্ত্রী-সন্তানের প্রতি দায়িত্বও পালন করেন না। বিরক্ত হয়েই তার কাছ থেকে বিচ্ছেদ চেয়েছেন দেশিয় সিনেমার দর্শকপ্রিয় এ নায়িকা।

শাবনূরের আইনজীবী কাওসার আহমেদ জানান,  গত ২৬ জানুয়ারি স্বামী অনিককে তালাক দিয়েছেন শাবনূর। তালাকের নোটিশ অনিকের উত্তরা ও গাজীপুরের ঠিকানায় পাঠানো হয়েছে।

২০১১ সালের ৬ ডিসেম্বর অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে আংটি বদল করেন শাবনূর। এরপর ২০১২ সালের ২৮ ডিসেম্বর তারা বিয়ে করেন। সেই সংসারে ২০১৩ সালের ২৯ ডিসেম্বর আইজান নিহান নামে এক পুত্রসন্তানের জন্ম নেয়।

শাবনূর ও তার পুরো পরিবার অস্ট্রেলিয়ায় স্থায়ী। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এই অভিনেত্রী। তার অস্ট্রেলিয়ায় নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে, কোনো সাড়া মেলেনি।

বাংলাদেশ সময়: ০২৪১ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।