ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শামস তামান্নার প্রথম মৌলিক গান ‘মাতাল হাওয়া’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
শামস তামান্নার প্রথম মৌলিক গান ‘মাতাল হাওয়া’

প্রকাশ পেলো শামস তামান্নার কণ্ঠের প্রথম মৌলিক গান ‘মাতাল হাওয়া’। লন্ডনের ‘সি ফ্রন্ট বিচে’র মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে গানটির ভিডিও। 

ভিডিও নির্মাণ করেন জি এইচ রাসেল। ভিডিওতে শামস তামান্নার সঙ্গে আছেন বিখ্যাত স্প্যানিস ড্যান্সার জুলিও।

শওকত আলি ইমনের কথা, সুর ও সংগীতায়োজনে তৈরি হয় এই গান প্রকাশ পেয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে।
  
শামস তামান্না লন্ডনে বেড়ে উঠলেও বাংলাদেশ ও তার সংস্কৃতি বুকে ধারণ করেন। গান শিখেছেন চাঁদপুরের ওস্তাদ হুমায়ুন কবির রেবনের কাছে। নিয়মিত হতে চান বাংলা গানে। লন্ডনসহ বিভিন্ন দেশে বাংলা গানকে প্রমোট করার জন্য কাজ করে যাচ্ছেন নিয়মিত।
 
নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত তামান্ন লন্ডন থেকে মুঠোফোনে জানান, ভাবতেই ভালো লাগছে, গান নিয়ে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। নিজের প্রথম মৌলিক গান, তাই অনেকটা সময় নিয়ে কাজটি করেছি। প্রকাশের পর ভালো রেসপন্স পাচ্ছি। এটি একটি এরাবিক ঘরনার নাচের গান। তাই যে কোনো উৎসবে বাজানোর মতো একটি গান হচ্ছে ‘মাতাল হাওয়া’।
 
সোমবার (২ মার্চ) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় গান-ভিডিও ‘মাতাল হাওয়া’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাচ্ছে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক, বাংলালিংক ভাইব, স্বাধীন অ্যাপ এবং রবি স্প্ল্যাশে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।