আগে থেকেই শঙ্কা ছিল কান চলচ্চিত্র উৎসব বন্ধ হয়ে যাওয়ার। আগামী ১০ এপ্রিল এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে বিশ্বের মানব স্বাস্থ্য এখন হুমকির মুখে। তাই ২০২০ সালের ৭৩তম কান চলচ্চিত্র উৎসব পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হচ্ছে না। জুনের শেষ ও জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত উৎসবটি স্থগিত থাকবে।
আরও জানানো হয়, বৈশ্বিক অবস্থা এবং ফ্রান্সের অবস্থার উন্নতির ওপর ভিত্তি করে পরবর্তীকালে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২০ সালের কান চলচ্চিত্র উৎসব ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
এই স্থগিতাদেশের কারণে উৎসবটি এবার বছরের শেষের দিকে চলে যাওয়ার শঙ্কা রয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
জেআইএম/টিএ