ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

করোনাকালে সিসিমপুরের বিশেষ পর্ব ‘এলমোর বিশ্ব সংবাদ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ২৪, ২০২০
করোনাকালে সিসিমপুরের বিশেষ পর্ব ‘এলমোর বিশ্ব সংবাদ’

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) এমন সময় কীভাবে বাড়িতে থেকে শিশুরা খেলার মাধ্যমে আনন্দে নানা বিষয় শিখতে পারবে, তা নিয়ে নির্মিত হয়েছে সিসিমপুরের বিশেষ একটি পর্ব। শিশু ও তাদের পরিবারের জন্য তৈরি এই পর্বের নাম ‘এলমোর বিশ্ব সংবাদ’।

শনিবার ( ২৭ জুন) একইদিনে পর্বটি প্রচারিত হবে দেশের ৭টি টেলিভিশন চ্যানেলে।  

সিসিমপুর সূত্রে জানা গেছে, বিশেষ এই পর্বটি শিশুদেরকে খেলার মাধ্যমে শিখতে সাহায্য করবে।

কীভাবে বড়দের পাশাপাশি শিশুরাও আনন্দ, দুঃখ, হতাশা ইত্যাদি অনুভূতিগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবে তাও শেখাবে।  

এই পর্বে এলমো তার ঘরে থেকে খেলে একটা মজার খেলা। সে ‘এলমোর বিশ্ব সংবাদ’ নামে একটি অনুষ্ঠান সঞ্চালন করে, যেখানে ঘরে থেকেই তার সঙ্গে যোগ দেয় হালুম, টুকটুকি, গ্রোভার, বিস্কুট পাগলা, রায়া এবং সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের শিশুরা। আর দেখায় ঘরে নিরাপদে থেকে কীভাবে তারা মজা করে সময় কাটাচ্ছে।  

পর্বটিতে প্রিয় বন্ধু হালুম আর টুকটুকিকে দেখা যাবে রিপোর্টারের ভূমিকায়। ওরা হাজির হবে বিশেষ খবর নিয়ে। আর তা হলো, শিশুরা এই সময়ে কীভাবে তাদের দুঃখ বা হতাশার মতো গভীর আবেগগুলো অঙ্গভঙ্গি ও নাচের মাধ্যমে প্রকাশ করতে পারে।  

বর্তমানে বাংলাদেশের বেশিরভাগ শিশু নতুন রুটিনের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করছে। ঠিক এই পরিবর্তিত পরিস্থিতিতে শিশু আর তার পরিবারের সদস্যরা কীভাবে খাপ খাইয়ে নেবে, তা জানানো নিজের দায়িত্ব বলে মনে করেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম।  

তিনি বলেন, লেগো ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে সিসিমপুর শিশুদের ও তাদের পরিবারের পাশে থাকবে এবং এই সময়ের মানিয়ে নিতে শিশুদের সহায়তা করবে বলে আশা করি।

লেগো ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় নির্মিত এই বিশেষ পর্বটি বাংলাদেশসহ এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রচারিত হচ্ছে।  

২০০৫ সালে ইউএসএআইডি-র আর্থিক সহযোগিতায় তৈরি হওয়া সিসিমপুর সম্প্রতি পূর্ণ করেছে তার নিরবচ্ছিন্ন যাত্রার ১৫ বছর। এই দীর্ঘ যাত্রায় সিসিমপুর শিশুদেরকে আরো সম্পন্ন, আরো সবল ও আরো সদয় করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।  

‘এলমোর বিশ্ব সংবাদ’ পর্বটি দীপ্ত টিভিতে সকাল ৭টা ৪৫ মিনিটে, দুরন্ত টিভিতে বেলা ১ টায়, আরটিভি ও বাংলা টিভিতে বিকেল সাড়ে ৫টায়,  মাছরাঙা টিভিতে সন্ধ্যা সাড়ে ৬টায়, বিজয় টিভিতে রাত ৯টায় এবং বিটিভিতে রাত সাড়ে ৯টায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।