ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহে আবারো ‘গোলমাল অ্যাগেইন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ২৪, ২০২০
নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহে আবারো ‘গোলমাল অ্যাগেইন’

‘করোনামুক্ত’ নিউজিল্যান্ডের মানুষ ধীরে ধীরে ফিরে যাচ্ছে স্বাভাবিক জীবনে। খুলে দেওয়া হচ্ছে দেশটির প্রেক্ষাগৃহ। আর করোনায় বন্ধ থাকার পর খুলে দেওয়া প্রেক্ষাগৃহে প্রথম হিন্দি সিনেমা হিসেবে ২০১৭ সালের ‘গোলমাল অ্যাগেইন’ পুনরায় মুক্তি পেতে যাচ্ছে। 

সিনেমাটির পরিচালক রোহিত শেঠি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানিয়েছেন। টুইটারে তিনি লেখেন, নিউজিল্যান্ড ‘গোলমাল অ্যাগেইন’ পুনরায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটি এখন কোভিড-১৯ থেকে ‘মুক্ত’। আর ২৫ তারিখ নিউজিল্যান্ড প্রেক্ষাগৃহ খুলে দিচ্ছে, আর এদিনই মুক্তি পাচ্ছে ‘গোলমাল অ্যাগেইন’। দ্য শো মাস্ট গো অন।

বলিউডের কমেডিধর্মী সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে ‘গোলমাল’ অন্যতম। ২০১৭ সালের ২০ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এর চতুর্থ কিস্তি ‘গোলমাল অ্যাগেইন’। আগের পর্বগুলোর মতো এই পর্বটিও দর্শকের মন জয় করে নেয়।  

‘গোলমাল অ্যাগেইন’-এ অভিনয় করেছেন- অজয় দেবগণ, আরসাদ ওয়ারসি, কুনাল খেমু, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, টাবু ও পরিণীতি চোপড়া। ভূত নিয়ে এই পর্বটি তৈরি করেছেন নির্মাতা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ২৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।