এস কে সমীর বলেন, ডাক্তারের তত্ত্বাবধানে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়েছি। ফলে পরিবার ও প্রতিবেশীদের জন্য ক্ষতির কারণ হইনি।
করোনা অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, আল্লাহ আমাকে নতুন জীবন দিয়েছেন। করোনার দিনগুলোতে অনেক কিছু শিখেছি, দেখেছি এবং উপলব্ধি করেছি। করোনাভাইরাস এমন একটি রোগ, যা মানুষকে একাকী করে দেয়। পরম আত্মীয়কে দূরে ঠেলে দেয়, স্ত্রী-সন্তানকেও কাছে টানতে দেয় না।
এস কে সমীর আরও বলেন, আট বছরের সন্তানের কান্না শুনেছি। কিন্তু তার সংস্পর্শে যাওয়া দূরে থাক দরজা খুলে দেখতেও পারিনি। প্রতিটি মুহূর্ত যেন মৃত্যু তাড়িয়ে বেড়ায়, চারদিকে আতঙ্ক। করোনা আক্রান্ত মানুষদের মৃত্যু সংবাদ শুনে একা ঘরে কলিজা কেঁপে উঠত। এই অভিশপ্ত রোগে যে আক্রান্ত হয়েছে সে ছাড়া এর ভয়াবহতা কেউ বুঝতে পারবে না। শুধু শারীরিক কষ্ট নয়, করোনা আইসোলোটেড মানুষটাকে ভয়াবহ নিঃসঙ্গতার মুখোমুখি দাঁড় করে।
তিনি বলেন, আমার পরিবার, আত্মীয়-স্বজন ও যে সব বন্ধুরা ফোনে, ফেসবুকে আমাকে সঙ্গ দিয়েছেন, সাহস দিয়েছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুন ২৫, ২০২০
ওএফবি