প্রায় দুই মাস বন্ধ থাকার পর গত ৫ জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সিনেমার শুটিংয়ের অনুমতি দেয় চলচ্চিত্রসংশ্লিষ্ট সংগঠনগুলো। তবে এখনই নতুন সিনেমার শুটিং শুরুতে আগ্রহ নেই নির্মাতাদের।
**তারকাদের দেখার আশায় এফডিসির ফটকের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা যেত নিয়মিত। কিন্তু করোনাকালে এখন আর তাদের ভিড় নেই।
**এফিডিসির ফটক দিয়ে ঢোকার পর সবাইকে জীবাণুনাশক বুথের ভেতর দিয়ে যেতে হচ্ছে।
**চার নাম্বার ফ্লোরটি সাধারণত ফাঁকা থাকে না। কিন্তু করোনাকালে লাইট-ক্যামেরা-অ্যাকশন শোনা যায় না এখানে।
**শুটিং না থাকায় এফডিসির গুরুত্বপূর্ণ লোকেশনগুলো ফাঁকাই পড়ে আছে।
**এফডিসির ভেতর প্রযোজক সমিতিতে নেই কর্ম চাঞ্চল্য। আগের মতো সদস্যদের আড্ডাও এখন বিরল।
**বহু সিনেমার শুটিং হয়েছে এফডিসির ঐতিহ্যবাহী স্থান ঝর্ণা স্পটে। এখন শুটিং না হওয়ায় পাল্টে গেছে এর চিত্র।
**চায়ের কাপে সিনেমা নিয়ে আড্ডা জমে এফডিসির ক্যানটিনে। কিন্তু মানুষ না থাকায় এখন সেখানে ঝুলছে তালা।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুন ২৬, ২০২০
জেআইএম