ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রাত ৮টার পরে এফডিসিতে প্রবেশ করা যাবে না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
রাত ৮টার পরে এফডিসিতে প্রবেশ করা যাবে না

শুটিং থাকা না থাকা সত্ত্বেও মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেনে (বিএফডিসি) সিনেমাসংশ্লিষ্ট মানুষের আসা-যাওয়া অব্যাহত। আছে বিভিন্ন মানুষের আড্ডা ও ঘোরাঘুরি। খোলা থাকে বিভিন্ন সংগঠনের অফিস।

এসব বিবেচনায় রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ করা হচ্ছে। এফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে বুধবার (৮ জুলাই) দুপুরে এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেন।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুটিং, ডাবিং বা কাজ ছাড়া বিনা কারণে কেউ রাত ৮টার পর এফডিসিতে ঢুকতে বা অবস্থান করতে পারবেন না- এফডিসি কর্তৃপক্ষ ও সেখানকার সংগঠনের নেতাদের সকলেই এই সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।

এছাড়া অকারণে কোনো সংগঠনের অফিসও রাত ৮ টার পর খোলা রাখা যাবে না বলে জানান পরিচালক সমিতির সভাপতি। তিনি বলেন, প্রায়ই রাতে এফডিসিতে বাইরের মানুষের আগাগোনো শোনা যায়। এসব কিছু বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।