ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

পূজার গানের প্রতিযোগিতা, বিচারক হৈমন্তী শুক্লা, সমরজিৎ ও প্রিয়াংকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, আগস্ট ১১, ২০২০
পূজার গানের প্রতিযোগিতা, বিচারক হৈমন্তী শুক্লা, সমরজিৎ ও প্রিয়াংকা প্রিয়াংকা গোপ, হৈমন্তী শুক্লা ও সমরজিৎ রায়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‘পুজোর গানে বাঁধবো প্রাণ’ শিরোনামে পূজার গানের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।  

এতে মহাবিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা।

সঙ্গে বিচারক হিসেবে থাকবেন বাংলাদেশের গুণী সংগীতশিল্পী সমরজিৎ রায় এবং প্রিয়াংকা গোপ। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান বিশ্বরঙ।

 প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী নিম্নরূপ:

* এই প্রতিযোগিতায় বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই।

* মায়ের গান, দুর্গোৎসব ভিত্তিক গান বা যে কোনো প্রার্থনা সংগীত গাওয়া যাবে।

* গানটির স্থায়ী ও একটি অন্তরা তাল ঠিক রেখে শুধুমাত্র যে কোনো একটি যন্ত্রের সহযোগিতায় গেয়ে ভিডিও করে পাঠাতে হবে আগামী ৩১ আগস্টের মধ্যেই। খেয়াল রাখতে হবে যেন কণ্ঠ স্পষ্টভাবে শোনা যায়।

* প্রতিযোগীর পুরো নাম, বয়স, জেলার নাম, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা অবশ্যই সঙ্গে উল্লেখ করে দিতে হবে।

* প্রতিযোগিতা বিষয়ক সমস্ত তথ্যাদি (www.facebook.com/pujorgaan) এই ফেসবুক পেজে পাওয়া যাবে।

* ভিডিওটি নিম্নে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেইল ঠিকানায় পাঠাতে হবে।
●হোয়াটসঅ্যাপ নম্বর: +8801970952153 ●ইমেইল: pujorgaan@gmail.com

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।