ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধের বিরুদ্ধে সোচ্চার হলেন র্যাপার তবীব মাহমুদ। গানে গানে ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুললেন তিনি।
ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ‘তুই ধর্ষক’ শিরোনামে নতুন একটি গান বেঁধেছেন তবীব। সম্প্রতি ইউটিউবে এটি ভিডিও আকারে প্রকাশ করেছেন তিনি। এতে দেশের ধর্ষণচিত্র ও তার উপযুক্ত বিচারহীনতার চিত্র ফুটিয়ে তুলেছেন একঝাঁক মূকাভিনয় শিল্পী। এরই মধ্যে এটি ভিউ ছাড়িয়েছে ৫ লাখের বেশি।
গানটি প্রসঙ্গে তাবীব বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বিরুদ্ধে কথা বলার মানুষ কম। আমরা চাই ধর্ষণ বন্ধ হোক। তার জন্য দরকার ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা। সেই জায়গা থেকেই গানটি করা।
এছাড়া ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান এই শিল্পী।
গাল্লিবয় রানা মৃধাকে খুঁজে বের করে র্যাপার হিসেবে পরিচিত করে দিয়েছেন তবীব মাহমুদ। সামাজিক মাধ্যমের কল্যাণে তারা দুজন দারুণ জনপ্রিয়তা পেয়েছেন। নানা সময় সামাজিক অসংগতি নিয়ে সোচ্চার হতে দেখা গেছে তাদের।
কিছুদিন আগে শাকিব খান অভিনীত 'নবাব এল.এল.বি' সিনেমায়ও ধর্ষণ বিরোধী একটি গান করছেন তবীব।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
জেআইএম