ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দুর্গাপূজা উপলক্ষে সুমন কল্যাণের গান ‘সই’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
দুর্গাপূজা উপলক্ষে সুমন কল্যাণের গান ‘সই’ সুমন কল্যাণ ও আনিলা তানজুম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ একটি গান তৈরি করেছেন সুরকার ও সংগীত পরিচালক সুমন কল্যাণ। ‘সই’ শিরোনামের গানটি তিনি তার বেড়ে ওঠার শহর চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গেয়েছেন নিজেই।

আর গানটির কথা লিখেছেন চট্টগ্রামেরই সন্তান দেশের প্রখ্যাত গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী। এর ভিডিওতে সুমন কল্যাণের ‘সই’ হয়ে অভিনয় করেছেন আনিলা তানজুম। ভিডিও নির্মাণ করেছেন মো. রাসেল আবির।

গানটি প্রসঙ্গে গায়ক সুমন কল্যাণ বলেন, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাইতে সব সময়ই ভালো লাগে। এবারের গানটি শ্রোতাদের জন্য পূজার উপহার। গানের সঙ্গে ভিডিও মিলিয়ে খুব উপভোগ্য একটা কাজ হয়েছে এটি। গানের উৎসবের আমেজ পাবেন শ্রোতারা। চট্টগ্রামের শ্রোতারা পাবেন বাড়তি আনন্দ।
 
গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী বলেন, গানটি বছর দেড়েক আগে লিখেছিলাম। চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মধ্যেও কিছু কথা আছে যা অনেকেই মোটামুটি বুঝতে পারেন। তেমন কথা দিয়েই গানটি সাজিয়েছি।  

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টায় জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে সুমনের বিশেষ গান-ভিডিও ‘সই’।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২১,২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।