ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’৷ প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহ-সংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে৷
অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস জানিয়ে বিকৃত মানুষ তৈরি করতে চেয়েছিল৷ শেখ হাসিনা ক্ষমতায় এসে এসব দূর করেছেন৷ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সম্পর্কে যত জানাতে পারবো আমাদের স্বাধীনতা তত অর্থবহ হবে৷
অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু বিতর্কহীন ছিলেন৷ মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধীরা তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে৷ এ অপচেষ্টা রুখে দিতে হবে৷
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু মহাকালের মহানায়ক৷ কাল থেকে কালান্তর পর্যন্ত বঙ্গবন্ধু প্রেরণা যোগাবে৷
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে৷ তাকে নিয়ে যত গবেষণা হবে তাকে তত খুঁজে পাওয়া যাবে৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মঞ্চসারথী আতাউর রহমান, আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) মোর্শেদ আলম, প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান প্রমুখ৷
প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান।
প্রামাণ্যচিত্রে ভাষ্যপাঠ করেছেন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আব্দুস সবুর খান চৌধুরী, লায়লা হাসান, সৈয়দ ইসমাত তোহা, রমিজ রাজু, রেজাউল করিম সিদ্দিক, ড. লিখন রহমান ও সৈয়দ সাবাব আলী আরজু।
স্থিরচিত্র সম্পাদনা করেছেন মো. জামাল আবেদিন, সহযোগী অনুবাদক সৈয়দ শায়ের আলী, সম্পাদনা, গ্রাফিক্স ও ধ্বনি পরিকল্পনায় মো. শামসুল আলম এবং সহ-গবেষক ও সাব-টাইটেল করেছেন সুলতানা কানিজ ফাতেমা।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
ডিএন/আরআইএস