ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে প্রামাণ্যচিত্র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন নিয়ে প্রামাণ্যচিত্র অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামসহ অন্যরা। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়’৷ প্রামাণ্যচিত্রটি গবেষণা, চিত্রনাট্য, আবহ-সংগীত ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে৷

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, একটি গোষ্ঠী নতুন প্রজন্মকে বিকৃত ইতিহাস জানিয়ে বিকৃত মানুষ তৈরি করতে চেয়েছিল৷ শেখ হাসিনা ক্ষমতায় এসে এসব দূর করেছেন৷ নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সম্পর্কে যত জানাতে পারবো আমাদের স্বাধীনতা তত অর্থবহ হবে৷

অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু বিতর্কহীন ছিলেন৷ মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধীরা তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে৷ এ অপচেষ্টা রুখে দিতে হবে৷

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু মহাকালের মহানায়ক৷ কাল থেকে কালান্তর পর্যন্ত বঙ্গবন্ধু প্রেরণা যোগাবে৷

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে৷ তাকে নিয়ে যত গবেষণা হবে তাকে তত খুঁজে পাওয়া যাবে৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মঞ্চসারথী আতাউর রহমান, আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) মোর্শেদ আলম, প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান প্রমুখ৷

প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান।

২ ঘণ্টা ২৭ মিনিটের দৈর্ঘ্যের এ প্রামাণ্যচিত্রটিতে রয়েছে বঙ্গবন্ধুর উন্মেষ পর্ব (১৯২০-১৯৪৭), বঙ্গবন্ধুর জাতীয় রাজনীতিতে পদার্পণ (১৯৪৭-১৯৫৪), বঙ্গবন্ধুর উত্থান পর্ব (১৯৫৫-১৯৬৩), স্বাধিকার ও অভ্যুত্থান পর্ব (১৯৬৩-১৯৬৯), ঐতিহাসিক নির্বাচন পর্ব (১৯৭০), স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ পর্ব (১৯৭১) এবং স্বদেশ, বিশ্বনায়ক ও প্রয়াণ পর্ব (১৯৭২-১৯৭৫)।

প্রামাণ্যচিত্রে ভাষ্যপাঠ করেছেন সৈয়দ হাসান ইমাম, আতাউর রহমান, আব্দুস সবুর খান চৌধুরী, লায়লা হাসান, সৈয়দ ইসমাত তোহা, রমিজ রাজু, রেজাউল করিম সিদ্দিক, ড. লিখন রহমান ও সৈয়দ সাবাব আলী আরজু।

স্থিরচিত্র সম্পাদনা করেছেন মো. জামাল আবেদিন, সহযোগী অনুবাদক সৈয়দ শায়ের আলী, সম্পাদনা, গ্রাফিক্স ও ধ্বনি পরিকল্পনায় মো. শামসুল আলম এবং সহ-গবেষক ও সাব-টাইটেল করেছেন সুলতানা কানিজ ফাতেমা।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
ডিএন/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।