ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন বিদ্যা সিনহা মীম

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৯, জানুয়ারি ৭, ২০২১
শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন বিদ্যা সিনহা মীম বিদ্যা সিনহা মীম

এবার শীতার্ত খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মীম।

বুধবার (৭ জানুয়ারি) রাজশাহীর বাঘায় নিম্ন আয়ের প্রায় ৭০০ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছেন অভিনেত্রী।

মীম গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই শীতের তীব্রতা বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সেই চিন্তা থেকে নিজের সামর্থ্য অনুযায়ী রাজশাহীর বাঘায় শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আয়োজনটি সম্পন্ন করেছেন আমার মামা স্বপন সাহা। তার সঙ্গে ছিলেন প্রশান্ত কুমার মামাও। এ কাজে তাদের সহায়তা করেছে হারিস সোহেলের নেতৃত্বে আমার ফ্যান ক্লাবের ভক্তরা।  

শীতার্তদের পাশে দাঁড়ানো ছাড়াও করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে ছিলেন মীম।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।