ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জাহ্নবীর শুটিংয়ে কৃষকদের বাধা, সমর্থনে মিললো স্বস্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
জাহ্নবীর শুটিংয়ে কৃষকদের বাধা, সমর্থনে মিললো স্বস্তি জাহ্নবী কাপুর

পাঞ্জাবে চলছিল জাহ্নবী কাপুরের ‘গুড লাক জেরি’ সিনেমার শুটিং। কিন্তু সেখানে বিপত্তি ঘটায় ভারতে চলমান কৃষি আইনের বিরোধিতাকারী পাঞ্জাবি কৃষকরা।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সোমবার শুটিং চলাকালে একদল কৃষক আন্দোলনকারী হানা দেন সেটে। তাদের দাবি ছিল, অভিনেত্রীকে তাদের আন্দোলনে প্রকাশ্যে সমর্থন দিতে হবে। শুটিংয়ে আগত সবাই তাদের আন্দোলনে সমর্থন করেন কিনা সেটাও তারা জানতে চান।

এরপর কৃষক আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন শুটিং ক্রু। অভিনেত্রী জাহ্নবীও তার ইনস্টাগ্রামে কৃষক আন্দোলনের সমর্থনে একটি পোস্ট দেন।  

ইনস্টাগ্রাম পোস্টে শ্রীদেবীকন্যা বিবৃতি দেন, ‘কৃষকরাই আমাদের দেশের হৃদয়। আমাদের জাতির মুখে আহার তুলে দিতে তারা যে ভূমিকা রাখেন তা আমি জানি ও মূল্যায়ন করি। আমি আশা করি, শিগগিরই একটি সমাধানে পৌছানো যাবে যাতে কৃষকরা উপকৃত হন। ’

নিজেদের দাবি মেটার সঙ্গে সঙ্গেই ফিরে যান কৃষকরা। স্বস্তি মেলে শুটিং ফ্লোরে।  

২০১৮ সালের তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’ সিনেমার হিন্দি রিমেক ‘গুড লাক জেরি’। মূল সিনেমার নয়নতারার ভূমিকায় অভিনয় করবেন জাহ্নবী কাপুর। এতে উল্লেখযোগ্য চরিত্রে আরও অভিনয় করছেন দীপক দোব্রিয়াল, মিতা বশিষ্ঠ, নীরাজ সুদ ও সুশান্ত সিং। সিদ্ধার্থ সেনগুপ্ত পরিচালিত সিনেমাটির অর্থ যোগাচ্ছেন আনন্দ এল রাই।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।