ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

বিনোদন

ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা করলেন অমিতাভ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪২, জানুয়ারি ১৫, ২০২১
ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা করলেন অমিতাভ! অমিতাভ বচ্চন

বিরাট-আনুশকার মেয়ের জন্মের পর থেকেই তাকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে সংবাদমাধ্যমে। জন্মের পর থেকে তাদের মেয়েকে নিয়ে কতই না জল্পনা! তবে, নবজাতকের দিকে যাতে পাপারাজ্জির ক্যামেরার ফ্ল্যাশ না পড়ে, সেদিকেও নজর রয়েছে অনেকের।

 

এসবের মাঝেই এবার ভবিষ্যতের ভারতীয় নারী ক্রিকেট দল ঘোষণা করলেন অমিতাভ বচ্চন। হ্যাঁ, বিরাট-আনুশকার মেয়ের জন্মের পর একটি টুইট করেন অমিতাভ বচ্চন। যেখানে ভারতের ভবিষ্যত নারী ক্রিকেট দলে কারা কারা থাকতে পারেন, সে বিষয়ে একটি তালিকা তৈরি করেন বিগ বি।

ওই তালিকায় রয়েছে- রায়না, গম্ভীর, রোহিত, শামি, রাহানে, জাদেজা, পূজারা, সাহা, হরভজন, নটরাজন, উমেশ যাদব ও বিরাট কোহলির মেয়ের নাম। পাশাপাশি রয়েছে মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা।  

ধোনির মেয়েই কি ওই নারী ক্রিকেট দলের অধিনায়ক হবে, এমন প্রশ্নও নিজের টুইটে জুড়ে দেন অভিনেতা। অমিতাভের ওই টুইট প্রকাশ্যে আসার পরপরই ভাইরাল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।