ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

মঞ্চে আসছে আশীষ খন্দকারের ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, ফেব্রুয়ারি ২৪, ২০২১
মঞ্চে আসছে আশীষ খন্দকারের ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’

বিশিষ্ট নাট্যকার আশীষ খন্দকার-এর নির্দেশনায় নির্মিত নাটক ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর দুটি শো মঞ্চস্থ হতে যাচ্ছে। আগামী শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)  সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হবে নাটকটি।

 

নাট্যকার আশীষ খন্দকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এটি ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’নাটকের ৩৫ ও ৩৬তম প্রযোজনা, যাকে ‘পেন্ডামিক ভার্সন’ বলা হচ্ছে। নাটকটির দৈর্ঘ্য মাত্র ৪০ মিনিট। শুক্রবার সন্ধ্যা ৭:০০ থেকে ৭:৪০ মিনিট পর্যন্ত প্রথম শো এবং রাত ৮:০০ থেকে ৮:৪০ মিনিট পর্যন্ত দ্বিতীয় শো মঞ্চস্থ হবে।  

স্পেস এন্ড এক্টিং রিসার্চ সেন্টার, ঢাকা’র পরিচালক আশীষ খন্দকার জানান, তার পারিবারিক জীবনের ছোট্ট একটি ঘটনা থেকেই নাটকটির বিশাল প্রেক্ষাপটের ধারণার সূত্রপাত। ছোট একটি বীজ থেকেই ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমি দাঁড় করিয়েছেন নাট্যকার।  

এই নাটকটি দেখতে অনলাইনেও টিকিট বুকিং দেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২১
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।