ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

‘ব্যতিক্রম’ র‍্যাপার তৌফিক আহমেদ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, জুলাই ২৮, ২০২১
‘ব্যতিক্রম’ র‍্যাপার তৌফিক আহমেদ তৌফিক আহমেদ

ঈদ উপলক্ষে র‍্যাপার তৌফিক আহমেদের ‘ব্যতিক্রম’ শিরোনামে একটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে। এই মিউজিক ভিডিওটি প্রকাশের মধ্য দিয়ে তিনি শেষ করলেন তার আসু একক অ্যালবামের সবকয়টি গানের মুক্তি।

 

তৌফিকের কথা-সুরে-কণ্ঠে গানটির অডিও প্রকাশ পায় মিক্সড অ্যালবাম ‘দি ইন্ডাস্ট্রি - ভলিউম টু’-এ দুই বছর আগে! অদিত রাহমানের মিক্স ও মাস্টারিং গানটিতে যুক্ত করে এক অনন্য মাত্রা।  

তৌফিক বলেন, ‘ব্যতিক্রম’ গানের কথায় ফুটে এসেছে আত্মনির্ভরতা-আত্মবিশ্বাস-পৃথিবীর এঁকে দেওয়া সফলতার পিছনে না ছুটে ব্যক্তি স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলার গল্প। লড়াই করে বাধা অতিক্রম করে, নিজেকে ব্যতিক্রমভাবে তুলে ধরার এক অনুপ্রেরণামূলক গান এটি।

গানটির সার্বিক নির্মাণে, নাবিল হোসেনের সংগীত আয়োজন এবং ভিডিও প্রোডাকশন হাউস ‘সার্কেল’-এর অবদান অনস্বীকার্য বলেও জানান তিনি।

শিল্পী জানান, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদকে তিনি গানটি উৎসর্গ করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।