যুক্তরাষ্ট্রের প্রবাসী বাঙালিদের সংগঠন ‘আগামী’র আমন্ত্রণে গান শোনাবে বাপ্পা মজুমদার ও তার দলছুট ব্যান্ড।
আয়োজনে আরও থাকবেন শায়ান এবং জনপ্রিয় তারকা জয়া আহসান ও ইয়াসিম ইকবাল।
বৃহস্পতিবার (২৯ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৩১ জুলাই যুক্তরাষ্ট্র সময় রাত ১০টায় এবং বাংলাদেশ সময় ১ আগস্ট সকাল ৮টায় অনুষ্ঠানটি আগামী ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
২০০৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে নিবন্ধিত অলাভজনক সংগঠন হিসেবে কাজ করছে আগামী। তাদের অর্থায়নে বাংলাদেশে ১৫টি সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পরিচালিত হচ্ছে। মূলত এসব স্কুলের জন্যই অর্থ সংগ্রহের জন্যই এই অনুষ্ঠান।
আয়োজনে সম্পর্কে ‘আগামী’র ডিরেক্টরস অব অপারেশনস মোস্তাফিজুর রহমান পারভেজ জানান, বিগত বছরে শারীরিক উপস্থিতির মাধ্যমে মিলনায়তনে এই অনুষ্ঠানটি করা হলেও গত বছর থেকে করোনা পরিস্থিতির কারণে অনলাইন লাইভের মাধ্যমে অনুষ্ঠান করতে হচ্ছে। এবারের অনুষ্ঠানটি আশা করছি, গান এবং কথামালায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাঙালিদের পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের হৃদয় ছুঁয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এইচএমএস/জেআইএম