ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জয়া আহসানের ছাদ বাগানে হলুদের বাম্পার ফলন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
জয়া আহসানের ছাদ বাগানে হলুদের বাম্পার ফলন জয়া আহসানের বাগানে হলুদের বাম্পার ফলন

দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের শখ বাগান করা। বাসার ছাদ বাগান ও ব্যালকনিতে ফল ও সবজির গাছ লাগিয়েছেন এ অভিনেত্রী।

করোনা ভাইরাসের ঘরবন্দি সময়ে এই বাগানে গাছের পরিচর্যা করেই বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি।  

মাঝেমধ্যেই ছাদ বাগানে সবজি ও ফলের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন জয়া। শনিবার (৪ ডিসেম্বর) বেতের ডালাভর্তি হলুদের ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, সদ্য তোলা সোনালী রঙা হলুদের মনমোহিনী ঘ্রান…।

জানা গেছে, জিআই ব্যাগের ভেতরে মাটি ফেলে রাজধানীর ইস্কাটনের বাসার ছাদে বাগানে হলুদ গাছ লাগিয়েছিলেন জয়া। সেখানেই হলুদের বাম্বার ফলন হয়েছে। শুধু হলুদই নয়, এই বাগান রয়েছে থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ। রয়েছে বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছও।  

সম্প্রতি লন্ডন থেকে ফিরেছেন জয়া। মাকে নিয়ে লন্ডনে ঘুরিয়ে বেড়িয়েছেন তিনি। ঢাকায় ফিরেই জানিয়েছেন শিগগিরই একটা বিজ্ঞাপনচিত্রের শুটিং শুরু করবেন তিনি। এরপরই নতুন সিনেমার শুটিংয়ের মনোযোগী হবেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা।   

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।