ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাজী নওশাবার পিতৃবিয়োগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
কাজী নওশাবার পিতৃবিয়োগ বাবার সঙ্গে নওশাবা

বাবা হারালেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ছয়টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার বাবা লেফটেন্যান্ট কর্নেল কাজী সেলিম শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

নওশাবা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

এই অভিনেত্রী বলেন, ‘আব্বু হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু তিনি আর্মি পারসন; তাই তার চিকিৎসা সিএমএইচেই হয়েছে। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী সেখানেই তার দাফন সম্পন্ন হবে। '

তিনি আরও জানান, তার দুই ভাই বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তারা দেশে ফিরলেই দাফনকার্য সম্পন্ন হবে। বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নওশাবা।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।