ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই সিনেমা 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
মুক্তি পেল মুক্তিযুদ্ধের দুই সিনেমা  ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’ সিনেমার পোস্টার

শুক্রবার (১০ ডিসেম্বর) মুক্তি পেল মুক্তিযুদ্ধের নতুন দুই সিনেমা ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘কালবেলা’। ছয়টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘লাল মোরগের ঝুঁটি’।

অন্যদিকে, ‘কালবেলা’ মুক্তি পেয়েছে তিন প্রেক্ষাগৃহে।  

নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন- লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পি সরকার, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, দিলরুবা দোয়েল, স্বাগতা, শাহজাহান সম্রাট, দীপক সুমনসহ টাঙ্গাইল এবং গৌরীপুর এলাকার সাধারণ মানুষ।

সিনেমাটির কাহিনি ও চিত্রনাট্য পরিচালকের নিজের। কুষ্টিয়া, টাঙ্গাইল এবং গৌরীপুরের বিভিন্ন জায়গায় এর শুটিং হয়েছে।

অন্যদিকে, নির্মাতা সাইদুল আনাম টুটুলের স্বপ্নের সিনেমা ছিল ‘কালবেলা’। মুক্তিযুদ্ধ নিয়ে এই সিনেমাটির শুটিং প্রায় শেষও করেছিলেন তিনি। কিন্তু পুরো সিনেমার কাজ সম্পূর্ণ করার আগেই মারা যান এই গুণী নির্মাতা। নির্মাতার মৃত্যুর পর পুরো জার্নির নেতৃত্বে ছিলেন সাইদুল আনাম টুটুলের স্ত্রী ও এই সিনেমার প্রযোজক মোবাশ্বেরা খানম।  

মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘কালবেলা’ সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা অথৈ এবং শিশির আহমেদ। অন্যান্য চরিত্রে রয়েছেন মাসুম বাশার, মিলি বাশার, জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, শেখ মাহবুবুর রহমান, সায়কা আহমেদ, জুলফিকার চঞ্চল, কোহিনূর আলম, তানভীর মাসুদ প্রমুখ।  

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘লাল মোরগের ঝুঁটি’: ঢাকার স্টার সিনেপ্লেক্সের (বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, সনি মিরপুর, মহাখালীর এসকেএস) ও ব্লকবাস্টার সিনেমাস। এছাড়া নারায়ণগঞ্জের সিনেস্কোপেও মুক্তি পেয়েছে।

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেল ‘কালবেলা’: স্টার সিনেপ্লেক্সের মূল শাখা (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।