ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

৩১ বছরেই না ফেরার দেশে চলে গেলেন কিম মি সু

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, জানুয়ারি ৬, ২০২২
৩১ বছরেই না ফেরার দেশে চলে গেলেন কিম মি সু কিম মি সু

মাত্র ৩১ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন কোরীয় ড্রামা ‘স্নোড্রপ’খ্যাত অভিনেত্রী কিম মি সু। তাইনিউং সুংসিম ফিউনারেল হোমে কিম মি সু-এর শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

তবে এ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি।

কোরিয়ান সংবাদমাধ্যমের খবর, কিম মি সু-এর সংস্থা ল্যান্ডস্কেপ এন্টারটেইনমেন্ট থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। এতে লেখা রয়েছে, আমরা দুঃখজনক এবং হৃদয়বিদারক খবর প্রচার করছি। কিম মি সু হঠাৎ করেই ৫ জানুয়ারি মারা গেছেন। শোকাহত তার পরিবার।  

এতে আরও লেখা হয়, আমরা আন্তরিকভাবে গুজব বা অনুমানমূলক সংবাদ প্রকাশ থেকে বিরত থাকতে বলছি। যাতে শ্রদ্ধার সঙ্গে অভিনেত্রীকে স্মরণ করতে পারে। তার পরিবারের ইচ্ছা অনুযায়ী, শেষকৃত্য সম্পন্ন হবে। অনুগ্রহ করে কিম মি সু-এর শান্তি কামনা করুন।

কিম মি সু ‘হেলবাউন্ড’, ‘হাই বাই মামা’, ‘দ্য স্কুল নার্স ফাইলস’সহ বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।