ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

সংসারের দায়িত্ব মোশাররফের, অফিস সামলান তিশা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জানুয়ারি ২০, ২০২২
সংসারের দায়িত্ব মোশাররফের, অফিস সামলান তিশা! মোশাররফ ও তিশা

ঘরের সব কাজ সামলাচ্ছেন স্বামী মোশাররফ করিম আর অফিস নিয়ে ব্যস্ত স্ত্রী তানজিন তিশা! খণ্ড নাটক ‘ওলট পালট’-এ এমন চরিত্রেই দেখা যাবে এই দুই তারকাকে।

এস আর মজুমদারের পরিচালনায় সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

এতে সাহেদ চরিত্রে মোশাররফ করিম আর মিরা হিসেবে দেখা যাবে তানজিন তিশাকে।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘গল্পটির মধ্যে প্রেম, বিরহ, চ্যালেঞ্জ এবং একটি সংসার রয়েছে। আমি মনে করি এই গল্পটি প্রতিটি সংসারের ভেতরেই আছে। আমরা শুধু পুরনো গল্পটিকে একটু নতুন আদলে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিছু পজিটিভ বার্তা দেওয়ার। ’

তিনি আরও জানান, গল্পে পরপর ৩ বার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মিরা। গল্পটি দর্শকদের ভালো লাগবে।  

শনিবার (২১ জানুয়ারি) সিএমভি প্রযোজিত ‘ওলট পালট’ উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।  

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।