ঢাকা, বৃহস্পতিবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

বিনোদন

শিল্পী সমিতির নির্বাচন প্রতিদিন চলছে: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৯, ফেব্রুয়ারি ২০, ২০২২
শিল্পী সমিতির নির্বাচন প্রতিদিন চলছে: অপু বিশ্বাস অপু বিশ্বাস

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখনও আলোচনা থামেনি। সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে আইনি লড়াই চলছে ।

এই পদ নিয়ে হাইকোর্টের জারি করা রুল শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে।

২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার সেই নির্বাচনের প্রসঙ্গে কথা বললেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ঢালিউড কুইন স্টেজ শোয়ে অংশ নিতে গেল সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গে গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর অপু বলেন, শো করতে গিয়েও এই ইস্যু নিয়ে আলোচনা করতে হয়েছে। সমিতির নির্বাচন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে গেছে। একটি পদ নিয়ে শিল্পীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া চলছে। আমার কাছে মনে হচ্ছে, প্রতিদিন নির্বাচন চলছে।

ঢাকায় ফিরেই সিনেমার শুটিংয়ে ব্যস্ত অপু। বর্তমানে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিং করছেন তিনি। রাজধানীর আফতাবনগর ও এফডিসিতে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। এতে অপুর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।