ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুর ছেলের নতুন ঘোষণা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
আইয়ুব বাচ্চুর ছেলের নতুন ঘোষণা আইয়ুব বাচ্চু ও আহনাফ তাজোয়ার আইয়ুব

প্রয়াত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু একমাত্র ছেলে আহনাফ তাজোয়ার আইয়ুব। গিটার বাজাতে বেশ দক্ষ তিনি।

এর আগে ‘ব্যান্ড ফেস্ট’সহ বেশ কয়েকটি অনুষ্ঠানের মঞ্চেও গিটার বাজাতে দেখা গেছে তাকে। এছাড়াও আইয়ুব বাচ্চুর গান গিটারে তুলে ‘এলআরবি’-এর ফেসবুক পেজে পোস্ট করেছিলেন আহনাফ।

এবার ফেসবুকে নতুন ঘোষণা দিলেন আহনাফ। নিজের অ্যাকাউন্ট থেকে এক পোস্টের মাধ্যমে জানান, ইউটিউব চ্যানেল চালু করেছেন তিনি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) নিজের নামে ইউটিউব চ্যানেলটি চালু করেছেন আহনাফ। যেখানে প্রথম ভিডিও হিসেবে দ্য উইকেন্ডের গাওয়া ‘ইস দেয়ার সামওয়ান এলস?’র গিটার ভার্সন আপলোড করেন তিনি। একইসঙ্গে তিনি জানান, নিয়মিত বিভিন্ন গান কাভার করে তা আপলোড করবেন এই চ্যানেলে।

ব্যান্ড ‘এলআরবি’-এর দলনেতা আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গিটারিস্ট, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক। গিটারের জাদুকর হিসেবে আলাদা সুনাম ছিল তার। ২০১৮ সালের ১৮ই অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি তারকা।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।