ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গাড়ি চালাতে গিয়ে আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
গাড়ি চালাতে গিয়ে আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত গায়ক

নিজের কেনা চার চাকার একটি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন ‘কাঁচা বাদাম’ গানের গায়ক ভুবন বাদ্যকর। বর্তমানে পশ্চিমবঙ্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

তবে তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন বাদ্যকর। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই  হঠাৎ একটি দেওয়ালে ধাক্কা লাগে। এতে তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। ভুবনের বুকের এক্স-রে করানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল।

ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে দিয়েছেন। এখন থেকে গানেই মনোনিবেশ করবেন তিনি।

বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সামনে আরও দেড় লাখ টাকা তুলে দেওয়া হবে তার হাতে।

সূত্র - আনন্দবাজার পত্রিকা

বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, মার্চ ১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।