ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ম্যাজিক বাউলিয়ানা’তে কেন বাউলি চিশতি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
ম্যাজিক বাউলিয়ানা’তে কেন বাউলি চিশতি!

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের রিয়ালিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’তে প্রতিযোগীর ভূমিকায় দেখা যায় দেশের পরিচিত বাউলশিল্পী চিশতি বাউলকে। যা দেখে চমকে উঠেছেন অনেকেই!

তার পারফরম্যান্সের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ সমালোচনা শুরু হয়।

 

এ বিষয়ে রিয়ালিটি শোয়ে পাণ্ডুলিপি রচয়িতা ও মাছরাঙার সহব্যবস্থাপক (প্রগ্রাম ও ক্রিয়েটিভ ইনচার্জ) রুম্মান রশীদ খান বলেন, ‘তার মুখেই শুনেছি, তিনি আগের একটি সিজনেও নাকি এই প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলেন। তবে অডিশনে হাজির হননি। তিনি গুণী একজন শিল্পী। প্রাথমিক অডিশনে ঢাকা জোনের ২০ হাজার প্রতিযোগীর মধ্যে তাকে দেখে আমরা ঘাবড়ে গিয়েছিলাম। তার গান বিচার করার মতো কেউ তো নেই। ’

তিনি আরো বলেন, ‘‘কিন্তু চিশতি বাউল নাছোড়বান্দা, প্রতিযোগিতা করবেনই। পরে স্টুডিও রাউন্ডে মূল বিচারকরা পড়ে গেলেন মহা বিপদে, বললেন, ‘আপনার গান আমরা কিভাবে জাজ করব, আমরা তো আপনারই ভক্ত। ’ চিশতি বাউল তখন বললেন, ‘আমার অনেক দিনের শখ...। ’ অবশেষে শফি মণ্ডলসহ অন্য বিচারকরা বললেন, ‘যেহেতু প্রতিযোগিতার নিয়মে বলা নেই কোনো জনপ্রিয় শিল্পী অংশ নিতে পারবেন না, বয়সের সীমাও নেই, তাই তাকে বাদ দেওয়ার এখতিয়ার আমাদের নেই। ’ তখন চিশতি বাউল জানান, বিচারকরা যেভাবে জাজ করবেন তিনি সেটাই মেনে নেবেন। ’’

রুম্মান আরো বলেন, ‘তার সম্মানহানি কিংবা তার নাম বিক্রি করে মাছরাঙা কর্তৃপক্ষ কখনো কোনো প্রচার চায় না। এ ধরনের কর্মকাণ্ড সমর্থনও করি না আমরা। ’

বর্তমানে মাছরাঙা টেলিভিশনে ‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর চলছে। এবারের সিজনে বিচারক হিসেবে আছেন বাউল শফি মণ্ডল, শাহনাজ বেলী ও আরিফ দেওয়ান। সারা দেশের ৫০ হাজারের বেশি প্রতিযোগী থেকে থেকে বাছাই করে মূল পর্বে রয়েছেন ১৮ জন শিল্পী। এর মধ্যে ছয়জন করে তিনটি গ্রুপে সাজানো হয়েছে স্টুডিও রাউন্ড। একটি গ্রুপে আছেন চিশতি বাউল।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।