ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এ সপ্তাহের সিনেমা 

‘বিউটি সার্কাস’ ১৯, ‘অপারেশন সুন্দরবন’ ৩৫ প্রেক্ষাগৃহে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
‘বিউটি সার্কাস’ ১৯, ‘অপারেশন সুন্দরবন’ ৩৫ প্রেক্ষাগৃহে

শুক্রবার (২৩ সেপ্টেম্ব) দেশের ৫৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত দুটি সিনেমা। এর মধ্যে ১৯টি প্রেক্ষাগৃহে নির্মাতা মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’ এবং দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ ৩৫ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।

সার্কাসের দলপতি হয়ে এক অদম্য নারীর টিকে থাকার লড়াই ও প্রতিশোধের গল্প ‘বিউটি সার্কাস’। সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এ বি এম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধুসহ অনেকে।

বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত এই সিনেমার পরিবেশক অ্যাকশন কাট জানিয়েছে, রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, ব্লকবাস্টার সিনেমাসে দর্শকরা সিনেমাটি দেখতে পারবেন।

আরো যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে বিউটি সার্কাস- লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স (সিলেট), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), মম ইন (বগুড়া), পূরবী (ময়মনসিংহ), বিজিবি (সিলেট), তাজ সিনেমা (নওগাঁ), সংগীত সিনেমা (খুলনা), মর্ডান সিনেমা (দিনাজপুর), পান্না সিনেমা (মুক্তারপুর), রাজ সিনেমা (কুলিয়ারচর), মাধবী সিনেমা (মধুপুর), আনন্দ সিনেপ্লেক্স (গুরু দাসপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর)।

এদিকে, সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র‌্যাবের যে দুঃসাহসিক অভিযান, সে ঘটনা নিয়েই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত হয়েছে এটি।

সিনেমাটির অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ অনেকে।

সিনেমাটি দেখা যাবে যেসব প্রেক্ষাগৃহে: ঢাকা স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখা, ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক, শ্যামলী সিনেমা, মধুমিতা, চিত্রামহল, আনন্দ, সৈনিক ক্লাব, গীত সিনেমা, বি.ডি.আর (পিলখানা), কেরানীগঞ্জ লায়ন সিনেমাস, সাভার চন্দ্রিমা সিনেমা, সেনা অডিটোরিয়াম (নবীনগর)।  

ঢাকার বাইরে নারায়ণগঞ্জ সিনে স্কোপ, সিলেট গ্র্যান্ড সিনেপ্লেক্স, চট্টগ্রাম সিলভার স্ক্রীন, সিনেমা প্যালেস, সুগন্ধা সিনেমা, সিরাজগঞ্জ রুটস সিনেক্লাব, বগুড়া মধুবন সিনেপ্লেক্স, কাঁচপুর চাঁদমহল সিনেমা, নারায়ণগঞ্জ নিউমেট্রো সিনেমা, জয়দেবপুর বর্ষা সিনেমা, শেরপুর সত্যবতী, খুলনা শঙ্খ, লিবার্টি, ময়মনসিংহ ছায়াবাণী, রংপুর শাপলা, বরিশাল অভিরুচি, যশোর মণিহার ও কিশোরগঞ্জের আনন্দ হলে দেখা যাবে সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।