ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্লাসিক্যাল মিউজিকে স্বর্ণপদক প্রাপ্ত শ্রীপর্ণার নতুন গান প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
ক্লাসিক্যাল মিউজিকে স্বর্ণপদক প্রাপ্ত শ্রীপর্ণার নতুন গান প্রকাশ রায় শ্রীপর্ণা

দুর্গাপূজা উপলক্ষে মহালয়ার দিনে প্রকাশ হলো ‘কন্যা আইল’ শিরোনামের নতুন গান। এতে কণ্ঠ দিয়েছেন ভারতের ক্লাসিক্যাল মিউজিকে স্বর্ণপদক পাওয়া ত্রিপুরার সংগীতশিল্পী রায় শ্রীপর্ণা।

‘কন্যা আইল’ গানের সংগীতায়োজন করেছেন দেবদীপ বণিক। গানের কথা ও সুরকার শিল্পী নিজেই। অডিও মিক্সিং অ্যান্ড মাস্টারিং করেছেন দেবদীপ বণিক, সিনেমাটোগ্রাফার ও ভিডিও এডিটিং মনজিত দেববর্মা।

ভারতের ওআরবি ক্রিয়েশন স্টুডিওতে গানটি রেকর্ডিং করা হয়েছে। বাঁশিতে ছিলেন স্বরুপ মুখার্জি। গিটারে অরিন্দম সরকার।

দুর্গাপূজা স্পেশাল গানটি নিয়ে বেশ আশাবাদী শ্রীপর্ণা। এ বিষয়ে তিনি বলেন, দুই বছর আগে দুর্গাপূজা উপলক্ষে ‘ঢাক বাজা কাঁসর বাজা’ গানটি বেশ সাড়া ফেলেছিল। আশা করি এবারো ‘কন্যা আইল’ শিরোনামের পূজার এ গান শ্রোতাদের মনে দোলা দেবে। ঢাকের তালে গানের ছন্দে কোমর দুলে উঠবে সবার।

তিনি আরো বলেন, শ্রোতাদের বলতে চাই, আপনারাই আমার অনুপ্রেরণা। আপনাদের জন্যই গেয়ে যেতে চাই। রায় শ্রীপর্ণা ইউটিউব ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।

পূজার এ গানটি রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কণ্ঠশিল্পীর ‘রয় শ্রীপর্ণা’ নামের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ হয়েছে।

এর আগে ২৯ জুন শ্রীপর্ণার গাওয়া ‘দিলকো করার আয়া’ শিরোনামের গান প্রকাশ হয়। শ্রীপর্ণার অনান্য গানের মধ্যে রয়েছে ‘জান নিসার’, ‘কলঙ্ক’, ‘ঢাক বাজা, কাসর বাজা’ ‘দ্য লিজেন্ড’।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।