ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
ঢাকায় কোরিয়ান লাইভ মিউজিক কনসার্ট ১ অক্টোবর

ঢাকা: আগামী ১ অক্টোবর রাজধানী ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কোরিয়ান মিউজিক কনসার্ট’। এটি আয়োজন করতে যাচ্ছে কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস।

জানা যায়, সাত সদস্যের সমন্বয়ে গঠিত কোরিয়ান ফিউশন মিউজিক ব্যান্ড ‘ই-সাং’ আধুনিক ফিউশন শৈলীতে তাদের ঐতিহ্যবাহী লোকগান শ্রোতাদের গেয়ে শোনাবেন।  

ঐতিহ্যবাহী কোরিয়ান মিউজিক ইন্সট্রুমেন্ট যেমন, গেজিয়াম, জাংগু (ড্রাম) এবং তাপেইয়ংসো (বাঁশি), পাশাপাশি বেস গিটার, কীবোর্ড পিয়ানো এবং ড্রামের মতো পশ্চিমা যন্ত্রগুলোও তাদের পারফরম্যান্সের সময় বাজানো হবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

২০২০ সালের করোনা মহামারীর পর দূতাবাস আয়োজিত প্রথম বহিরঙ্গন সাংস্কৃতিক অনুষ্ঠান এটি। কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২২
টিআর/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।